কুড়িগ্রামে ১২ দিনব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রামে ১২দিন ব্যাপাী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় রাজারহাট উপজেলার ২৬জন শিক্ষক ও ৩জন সুপারভাইজার ১২দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সরদারপাড়া ছিন্নমুকুল বাংলাদেশ এর হলরুমে কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, রাজারহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর স্টোর কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক কোর্স-কোঅর্ডিনেটর সাইদুর রহমান ছিন্নমুুকুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত পাল প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ১২দিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়। প্রথম ব্যাচের ৫২জন শিক্ষক-শিক্ষীকা মধ্যে ২৬জন এবং ৫ সুপারভাইজারের মধ্যে ৩জন প্রশিক্ষণ গ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন