কুড়িগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অসাম্প্রদায়িক ও মাদকমুক্ত কুড়িগ্রাম বিনির্মাণে কুড়িগ্রামের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের এক মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সকলেই সম্মিলিতভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর সদ্য প্রয়াত চিলমারীর উপজেলা চেয়াারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী বীর বিক্রম স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয।

মহানমুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই ১৯৭১ সালের যুদ্ধকালীন স্মৃতি রোমন্থন করেন। সকলের সম্মিলিত সহযোগিতায একটি অসাম্প্রদায়িক ও মাদকমুক্ত কুড়িগ্রাম বিনির্মাণে মুক্তিযোদ্ধা ও জেলা পুলিশ নিবিডভাবে কাজ করতে ঐক্যবদ্ধ হোন।

এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশ মুক্তিযোদ্ধাদের সুখে দুঃখে সর্বদাই পাশে থাকবে বলে জনান পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল ও কুড়িগ্রাম সদর সহ বিভিন্ন উপজেলা হতে আগত সন্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্মানিত বীরাঙ্গনাবৃন্দ।