কোহলির যে রেকর্ড ভাঙলেন বাবর আজম

একের পর এক রেকর্ড ভেঙে চলছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার ব্যাটের দ্যুতিতে ঢাকা পড়ে যাচ্ছে বিশ্বের অনেক ক্রিকেটারই। কিন্তু রোববার সেই কোহলিরই একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম।

দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ৭৯ রান করেছেন তিনি। এর মধ্যে দিয়ে কোহলিকে হটিয়ে টি-টুয়েন্টি সংস্করণে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়লেন বাবর আজম।

এতদিন টি-টুয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ডটি ছিল ভারত অধিনায়কের দখলে। এ সংস্করণে ২৭ ইনিংস খেলে স্পর্শ করেছিলেন এক হাজার রানের মাইলফলক। নিউজিল্যান্ডের বিপক্ষে রোববারের ম্যাচের আগে ২৫ ইনিংসে বাবরের সংগ্রহ ছিল ৯৫২ রান। ২৬তম ইনিংসে এদিন ৭৯ রান করে টপকে কোহলির দ্রুততম হাজার রানের রেকর্ডকে।

এ তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে অ্যারন ফিঞ্চ, কেভিন পিটারসেন ও অ্যালেক্স হেলস। ফিঞ্চ ও পিটারসেন ২৯ ইনিংসে ও হেলস ৩১ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।