ক্যালিফোর্নিয়ায় বিলুপ্ত প্রজাতির তিমির জীবাশ্মের সন্ধান
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে এটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির তিমির যা প্রায় ৪০ থেকে ৭০ লাখ বছর আগে পৃথিবীতে বসবাস করতো।
এক বিবৃতিতে বলা হয়েছে, গত জুনে ক্যালিফোর্নিয়ার সান হুয়ান ক্যাপিস্টানোর একটি বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ এলাকায় খনন কাজ চালানোর সময় সাত টন ওজনের জীবাশ্মটি নজরে আসে। জীবাশ্মবিদদের মতে, এ তিমি প্রজাতিটি মায়োসিন যুগের শেষ ভাগ থেকে প্লায়োসিন যুগের শুরু পর্যন্ত টিকে ছিল।
অরেঞ্জ কাউন্টি ওয়েস্ট অ্যান্ড রিসাইক্লিংয়ের একজন মুখপাত্র বলেন, খনন কাজ চালিয়ে অনেকরকম হাড়গোড় পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে মাথার খুলি, নিচের চোয়াল, নাসিকা, পাঁজর ও ডানা।
গত মঙ্গলবার হাড়গুলোকে গবেষণার জন্য অরেঞ্জ পার্কের জন ডি কুপার সেন্টারে নেওয়া হয়। গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কার তিমির বংশগতি সম্পর্কে বিস্তারিত জানাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন