‘ক্ষমতা দখলে বিরোধী নেতাদের বন্দি করে নির্বাচন করেছে’ : বিএনপি নেত্রী সেলিমা রহমান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/selima-rahman-বিএনপির-স্থায়ী-কমিটির-সদস্য-সেলিমা-রহমান-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ক্ষমতা দখলের জন্য বিরোধী দলীয় নেতাদের বন্দি করে নির্বাচন করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবে নাগরিক অধিকার অধিকার আন্দোলনের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
সেলিমা রহমান বলেন, নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, ভোট দিতে যায়নি। তাই বিরোধী নেতাদের বন্দি করে নির্বাচন করেছে দলটি। সরকার ছাত্র নেতাদের হাতে অস্ত্র দিয়ে টেন্ডারবাজি করে শিক্ষাঙ্গনকে অস্থির করে তুলেছে বলেও অভিযোগ করেন সেলিমা রহমান।
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বললেও তাদেরই সিন্ডিকেট তা হতে দেবে না বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন