ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে চেষ্টা করলে দমন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

দেশে কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটের সাগরদীঘির পাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। যার সুফল পাচ্ছে জনগণ। উন্নয়ন কাজ চলমান থাকলে দুর্নীতি হবে এবং তা চিহ্নিত করে প্রতিহত করা হবে।

সিলেটের উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্থানীয় কাউন্সিলররা।