কয়েক জেলায় হঠাৎ ঝড়-শিলাবৃষ্টি, ক্ষতি
মেহেরপুরসহ কয়েকটি জেলায় হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। ঝরে গেছে আম ও লিচুর মুকুল। ক্ষতি হয়েছে কৃষকের রবি শস্যও।
মেহেরপুরে রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ শুরু হয় ঝড়ো হওয়াসহ শিলাবৃষ্টি। একটানা প্রায় আধাঘণ্টা চলে মুষলধারে বৃষ্টি। শিলা বৃষ্টির কারণে ক্ষতি হয় মাঠের রবি ফসলের। ঝরে যায় আম ও লিচুর মুকুল।
রোববার দুপুর থেকে চুয়াডাঙ্গার আকাশ মেঘলা হতে শুরু করে। দুপুর ৩টা ১০ মিনিট থেকে তুমুল ঝড় আর শিলাবৃষ্টি শুরু হয়। সাদা শিলে ছেয়ে যায় চারপাশ।
টানা আধাঘণ্টার শিলা বৃষ্টিতে ঝড়ে পড়ে আম ও লিচুর মুকুল। ক্ষতি হয় গম, ভুট্টাসহ বিভিন্ন মৌসুমি ফসলেরও। ক্ষতিগ্রস্ত হয় অনেক কাঁচা ও আধাপাকা বাড়ি।
এদিকে, ঝিনাইদহেও অসময়ের বৃষ্টিতে রাস্তা-ঘাটে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
মাগুরার শালিখার আড়পাড়ায় হঠাৎ শিলা বৃষ্টি
‘হঠাৎ এক পলকে মনে হবে যেন কোন বরফের দেশে এসেছি’- এমনটাই বললেন মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার কয়েকজন। হঠাৎ শিলা বৃষ্টিতে এমন দৃশ্য ফুঁটে উঠে।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে মিনিট দশেক প্রচুর শিলা বৃষ্টি হয়। হঠাৎ এই শিলা বৃষ্টির কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার বিভিন্ন এলাকায় বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি, দেখা যায় শিলা তথা বরফ পড়া। যুক্ত হয় হালকা বাতাসের। মুহুর্তেই শেষ বিকেলেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসে। সাময়িকের জন্য বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পরে। আর শিলা-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি ক্ষতি হয়েছে মুকুল আসা আম গাছসহ বিভিন্ন ফসলের।
তারা বলেন, দুপুরের পরেও আকাশ ছিলো রৌদ্রোজ্জ্বল। বিকেল ৪টার দিকে তেমন মেঘ দেখা না গেলেও সাড়ে ৪টার দিকে শুরু হয় শিলা বৃষ্টি। এতে আশপাশের এলাকায় মৌসুমি ফসলের ক্ষতি হয়েছে। এ সময় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন