খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মহান মে দিবস পালিত
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা বর্ণাঢ্য আয়োজনে পালিত হল মহান মে দিবস। “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে জেলা ও উপজেলাতে পালিত হয়েছে মহান মে দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার(১লা মে) সকালে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে টাউন হল প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়। পরে টাউন হল প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোসে’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী সমমযাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগে নেতা দিদারুল আলম দিদারসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলা: জেলার রামগড় উপজেলায় জাতীয় শ্রমিকলীগ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান মে দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার(১লা মে) সকালে রামগড় বাজারের প্রধান সড়কে র্যালি বের করা হয়।
সভার সভাপতিত্ব করেন পৌর শ্রমিক লীগের সভাপতি মো: শাহ জাহান। পরে সংগঠনের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: হানিফ পাটোয়ারীর সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম।
এসময় অন্যদের মধ্যে জাতীয় শ্রমিকলীগ রামগড় শাখা ও অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মো: হৃদয় রহমান রনি, ইজি বাইক(টমটম) চালক সমিতির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা রাজু মারমা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নুর ইসলামসহ শ্রমজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পানছড়ি উপজেলা: বিশ্বের শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের এই দিনে পানছড়ি উপজেলা শ্রমিক লীগ সাজিয়েছিল নানান আয়োজন। যার শুরুতেই ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”। এ সময় সকাল সাড়ে নয়’টা থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী(উজ্জল)। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাজির হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
র্যালী পরবর্তী আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি মো: আবদুল হাই। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন।
আলোচনায় বক্তারা বলেন, শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে একনিষ্ট ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, ৩নং পানছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ওবায়েদুল হক আবাদ, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো: আহির উদ্দিন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন