খাগড়াছড়িতে ৯টি উপজেলার ৪২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সারাদেশের মতো শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
রোববার(৩০শে এপ্রিল) সকালে নির্ধারিত সময়ে জেলার ৯টি উপজেলার ৪২টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার তথ্য মতে, এ বছর এসএসসি পরীক্ষার্থী ৯হাজার ৮শ ৫৪জন, দাখিল পরীক্ষার্থী ৫শ ৯৪জন ও ভোকেশনালে পরীক্ষার্থী ৯শ ১১জন। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১১হাজার ৩শ ৫৯জন।
সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে একটানা দুপুর ১টা পর্যন্ত চলেছে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা আধাঘন্টা সময় বাড়তি পেয়েছেন এ পাবলিক পরীক্ষায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন