খাগড়াছড়িতে ৯টি উপজেলার ৪২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সারাদেশের মতো শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

রোববার(৩০শে এপ্রিল) সকালে নির্ধারিত সময়ে জেলার ৯টি উপজেলার ৪২টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার তথ্য মতে, এ বছর এসএসসি পরীক্ষার্থী ৯হাজার ৮শ ৫৪জন, দাখিল পরীক্ষার্থী ৫শ ৯৪জন ও ভোকেশনালে পরীক্ষার্থী ৯শ ১১জন। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১১হাজার ৩শ ৫৯জন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে একটানা দুপুর ১টা পর্যন্ত চলেছে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা আধাঘন্টা সময় বাড়তি পেয়েছেন এ পাবলিক পরীক্ষায়।