খাগড়াছড়ির ইসকন ধর্মীয়গুরু নারী শিষ্যের সাথে অনৈতিক কাজে লিপ্তের অভিযোগে আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলা ইসকন ধর্মীয় গুরু নারী শিষ্যের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করেছে জনতা।

জেলাতে ইসকন ধর্ম প্রচারক গুরু শিমুল চন্দ্র জলদাসকে, নারী শিষ্যের সাথে অনৈতিক কাজে আটক করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (২৫ শে এপ্রিল) ইসকনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বহিষ্কার নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়।
খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলাতে ইসকন প্রচার কেন্দ্রে অবস্থান করে ধর্মীয় জীবন শিক্ষার দানের পাশাপাশি ধর্ম প্রচারেও দায়িত্বে ছিল শিমুল। অনৈতিক নারী কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে তাঁকে বহিষ্কার করেছে ইসকন কর্তৃপক্ষ।

উল্লেখ্য গত ১৮ই এপ্রিল ২০২৩ইং দিবাগত রাত ১২টার দিকে খাগড়াছড়ি শহর হতে ১৫ কিলোমিটার দূরের একটি গ্রামে অনৈতিক কাজে হাতে-নাতে এলাকাবাসীর নিকট আটক হয় শিমুল। আটক শিমুলকে হালকা উত্তম-মাধ্যম দিয়ে সম্মানের সহিত চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়। পরদিন খাগড়াছড়ি ইসকনের নেতৃবৃন্দ তাকে ছাড়িয়ে আনেন।

জানা যায়, বছরখানেক আগে শিমুলের কাছে ইসকনের দীক্ষা গ্রহণ করে দুই সন্তানের জননী ২৬ বছরের ঐ মহিলা। এরপর থেকেই চলে আসছিল গুরু-শিষ্যের লীলা খেলা। নানান অজুহাতে প্রায়শই সেখানে গিয়ে চালাতো শিমুল গুরু শিষ্যের অনৈতিক প্রেম লীলা।