খাগড়াছড়ির ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিছে বর্তমান সরকারের এমপি- কুজদ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ি পার্বত্য জলার গুইমারা উপজলায় ১৮শ ২৮জনর মাঝে সোলার হাম সিস্টম বিতরণ করা হয়ছ।
বহস্পতিবার(২৫শ ম) দুপুর গুইমারা উচ বিদ্যালয় অডিটারিয়াম পার্বত্য চট্টগ্রাম উনযন বার্ড এ আযাজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উনয়ন বার্ড কর্তক বাস্তবাযনাধীন “পার্বত্য চট্টগ্রামর প্রত্যাÍ এলাকায় সোলার প্যানল স্থাপনের মাধ্যম বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ” শীর্ষক প্রকল্পর উপকার ভাগীদর মাঝ সালার হাম সিস্টম বিতরণ অনুষ্ঠান বার্ডর চয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্ব প্রধান অতিথি ছিলন, পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টা¯ফার্স’র চয়ারম্যান(প্রতিম¿ী পদমর্যাদা) কুজদ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথি বলন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম উনয়ন বার্ডর মাধ্যম প্রতিটি সক্টর উনয়নর মাধ্যম মানুষর জীবন মান উনয়ন কাজ কর যাছ।
এরই ধারাবাহিকতায় পার্বত্যাঞ্চলর ঘর ঘর আলা ছড়িয় দিত প্রধানম¿ী কাজ কর যাছ বল মÍব্য কর কুজদ্র লাল ত্রিপুরা এমপি পার্বত্যবাসীক ঐক্যবদ্ধ ভাব সকলক এগিয নিত স¤প্রীতির বন্ধন অটুট রখ বসবাসর আহান জানান।সাথে বর্তমান সরকারের উনয়নর ফিরিস্তি তুল ধরার এ ধারা অব্যাহত রেখে আবার আওযামীলীগকে জয়যুক্ত করার আহবান জানান।
এত বিশষ অতিথি ছিলন পার্বত্য চট্টগ্রাম উনয়ন বার্ডর সদস্য-বাস্তবাযন(উপ-সচিব) মাহাম্মদ হারুন অর রশীদ, খাগড়াছড়ির পার্বত্য জলা পরিষদর প্রাক্তন চযারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনর সদস্য কংজরী চধুরী, পার্বত্য জলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়য়া, পার্বত্য চট্টগ্রাম উনয়ন বার্ডও খাগড়াছড়ির নির্বাহী প্রকশলী মা: মুজিবুর রহমান, গুইমারা উপজলা পরিষদ চযারম্যান মমং মারমাসহ ¯ানীয জনপ্রতিনিধি, বিভিন পর্যায়র নতবদ ও উপকার ভাগীরা এত অংশ নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন