খাগড়াছড়ি রামগড়ে নানা আয়োজনে পালিত হল ভূমি সেবা সপ্তাহ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল ভূমি সেবা সপ্তাহ ২০২৩। উপজেলা ভূমি অফিস এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

সোমবার(২২শে মে)) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি।

বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাদ্দাম হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু।
সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সন্মানা স্মারক প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উপস্থিত সকলের মাঝে ভূমি মন্ত্রণালয় কর্তৃক স্মার্ট ভূমি সেবার অংশ হিসেবে, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, ই-নামজারি, জমির ম্যাপ, ভূমি বিষয়ক যেকোনো পরামর্শ পেতে ও অভিযোগ জানানো সহ ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

এ সময় উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, হেডম্যান কার্বারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলায় ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি স্মার্ট তথ্যকেন্দ্র কাম সেবা বুথ চালু করা হয়েছে।