খাগড়াছড়িতে এক ঘন্টার ব্যবধানে দুই শিশুর অপমৃত্যু
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে পৃথক দুই গ্রামে এক ঘন্টার ব্যবধানে পানিতে পড়ে দেড় বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার(২৪শে জুন) সকাল ১০টায় মানিকছড়ি উপজেলাধীন হাতিমুড়া এলাকার শাহ আলম’র মেয়ে নুসরাত জাহান নিজ বাড়ীর পাশে ড্রেনের পানিতে পড়ে জ্ঞানহারিরে ফেলে। পরে পরিবারের লোক জন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ঐ ঘটনার এক ঘন্টা যেতে না যেতেই সকাল ১১টার দিকে উপজেলাধীন তিনটহরী বাজার এলাকার দেলোয়ার হোসেন’র দেড় বছরের ছেলে শাওন আহমদ বাড়ীর পাশে পুকুরের পানিতে পড়ে অচেতন হয়ে যায়। পরে পরিবারের লোক জন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়িতে পৃথক দুই গ্রামে এক ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর অকাল মৃত্যুতে শিশু দু’টির পরিবারে ও জনপদে শোকের ছায়া নেমে এসেছে। ২৪শে জুন সকাল আনুমানিক ১০ঘটিকার সময় গুইমারা-মানিকছড়ির সীমান্তবর্তী হাতিমুড়া এলাকায় মো: শাহ আলম এর দেড় বছর বয়সী শিশু কন্যা নুসরাত জাহান বাড়ির পাশে ড্রেনে পড়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এই ঘটনার এক ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই উপজেলার তিনটহরী বাজার এলাকায় মো: দেলোয়ার হোসেন এর দেড় বছর বয়সী শিশু পুত্র মো: শাওন আহম্মদ বাড়ির পুকুরে পড়ে গেলে তাকে তুলে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা: মহি উদ্দীন মৃত ঘোষণা করেন। মাত্র এক ঘন্টার ব্যবধানে পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর খবরে নিহত শিশু দু’টির পরিবার ও জনপদে শোক বিরাজ করছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: শাহানূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ঘন্টার ব্যবধানে দেড় বছরের দু’টি শিশুর মৃত্যু সত্যিই দুঃখজনক। বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে ঘটনা নিশ্চিত হওয়ার পর শিশু দুইটির লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। বিধি অনুযায়ী অপমৃত্যু মামলা রুজু করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন