খাগড়াছড়িতে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় করোনার মধ্যে সীমিত পরিসরে নানা আয়োজনে জেলাতে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে।

জেলার ৬১টি গির্জা ও চার্চ ছাড়াও খ্রিস্ট্রান পল্লীতে উৎসবের আমেজ ছিল। বিভিন্ন গির্জা ও চার্চে প্রার্থনা, কেক কাটা হয়। সমবেত প্রার্থনায় করোনা পরিস্থিতি থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করা হয়।

শুক্রবার দুপুর বেলায় প্রতিটি চার্চে মধ্যহ্নভোজ এর ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে বড়দিন উদযাপনে জেলা ও উপজেলার সব চার্চ ও গির্জায় নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।