খাগড়াছড়িতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়া বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলার ইউএনডিপির অর্থায়নে শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাশ রুম সলিশন সেট(এমএমসি) বিতরণ করা হয়েছে। জেলা শিক্ষা ও উন্নয়ন ডাবিøউজিইইএস প্রকল্পের আওতায় প্রাথমিকসহ মাধ্যমিক বিদ্যালয়ে(ইউএনডিপির অর্থায়নে) ১০০টি মাল্টিমিডিয়া ক্লাশ রুম সলিশন সেট বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæু চৌধুরী অপু।
পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির যৌথ আয়োজনে মংগলবার(১১ই মে ২০২১ইং) সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মাল্টিমিডিয়া ক্লাশ রুম সলিশন সেট(এমএমসি) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮নং আসনে সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæু চৌধুরী অপুসহ পরিষদ সদস্যবর্গ ও পরিষদ কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের “শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নে শীর্ষক(ডাবিøউ জিইউএস) প্রকল্পের অধীনে জেলার ১০০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিতরণ ক্লাশ রুম সলিশন সেট(এমএমসি) কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, এ অনুষ্ঠানের প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন