খাগড়াছড়িতে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সারা দেশের ন্যায় জেলাতেও ‘সবার জন্য স্বাস্থ্য এ প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন জেলা কার্যালয়ে এসে শেষ হয। পরে দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা সদর হাসপাতালের তত্বাবধাক ডাঃ শহীদ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: মিটন চাকমা। দিবসের প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ক্যচিংহ্লা মারমা।
অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, ইপসা-সুখী জীবন প্রকল্পের সদর উপজেলার ফিল্ড ফ্যাসিলিটেটর পেহেলী চাকমা।
এতে বেসরকারি এনজিও সংস্থার মধ্যে ইপসা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, সনাক-টিআইবি, জাবারাং, তৃনমূল, দি লেপ্রোসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, গ্রীনহিলসহ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, ইয়েসের সদস্যবৃন্দ অংশ নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন