খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলা ২০৩ রিজিয়নের উদ্যোগে ৪শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এসব মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি উপস্থিত ছিলেন।
এ সময় খাগড়াছড়ি জোনের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাসনাত ও রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার জানান, পবিত্র সিয়াম সাধনার মাসে সবাই যেন রমজান পালন করতে পারে সে লক্ষে পার্বত্য চট্টগ্রামের যে কোন এলাকার সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সহায়তা নিয়ে সেনাবাহিনী সবসময় পাশে ছিল এবং এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন