‘খালেদার পরোয়ানা কেন থানায় যায় না, আমি জানি না’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কেন থানায় পৌঁছায় না, তা আমার জানা নেই।শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
কাদের বলেন, ‘পরোয়ানা জারি আদালতের বিষয়, দলের না। স্বার্থের ব্যাঘাত ঘটলে বিএনপি আইন-আদালত মানে না। তারা পারলে আদালতের বিরুদ্ধেও আন্দোলন করবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন করার মতো ক্ষমতা আর নেই। বিগত আট বছরে আট মিনিটও দলটির নেতাকর্মীদের রাজপথে পাওয়া যায়নি। তারপরও যদি তারা কোনো অপচেষ্টা করে, তবে প্রতিহত করা হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যেকোনো সময় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত। তবে আগাম নির্বাচনের কোনো পরিকল্পনা দলের নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী। তিনি যা বলবেন, তাই হবে। আর আগামী নির্বাচনে আমরাই বিজয়ী হব, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কারণ, শেখ হাসিনার সরকারের অনেক অর্জন, অনেক সাফল্য আছে।’
তিনি বলেন, ‘বাজারে একটি সংখ্যাতত্ত্ব প্রচলিত আছে যে, এই দল এত সিট পাবে, ওই দল ৩০টা পাবে। কিন্তু, আওয়ামী লীগ এই তত্ত্বে বিশ্বাসী না। আমরা কাউকে সিট দিব না, সিট দেবে জনগণ।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি এবং বিচক্ষণতার ফলে বিশ্বের পরমাণু শক্তিশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৩২ নম্বরে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে, উন্নয়নের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তাই আমার বিশ্বাস, তারা আবারও স্বাধীনতার পক্ষের এই শক্তিটিকেই নির্বাচিত করবে।’
এ সময় তিনি বিশ্বের ১৭৩টি দেশের নেতাদের মধ্যে সততা প্রদর্শন এবং কর্মঠ হবার তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় স্থান অর্জন করায় দলের পক্ষ থেকে অভিনন্দন জানান।
ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকী টানা তৃতীয়বার এমপি নির্বাচিত হওয়ায় তাকেও আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
সংবাদ সম্মেলনে সদ্যপ্রয়াত আনিসুল হকের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (আনিসুল) ছিলেন একজন স্বপ্নবাজ, আধুনিক ও সংস্কৃতিমনা মানুষ। আমরা তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছি।’
তিনি জানান, বিজয়ের মাসে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া জানুয়ারি মাসে আওয়ামী লীগের বর্ষপূর্তি, গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষেও কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন