খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়ে কিছু জানিনা : পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সংক্রান্ত কোন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এক আবদুল মোমেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খরব প্রকাশিত হয়, বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে লন্ডন যেতে পারেন। এ বিষয়ে ব্রিটিশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না।’

এদিকে গত ৬ এপ্রিল জামালপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে।’

তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্যারোল মুক্তি নিয়ে বিদেশ যাওয়ার খবর নিছক প্রোপাগান্ডা।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গত ৭ এপ্রিল এক অনশন কর্মসূচিতে বলেন, ‘আমরা খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন জানাইনি, তিনি জামিনে মুক্তি পান।’