খুলনার কয়রায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/IMG_20220928_183714-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কয়রায় তার নিজ বাড়িতে দিন ব্যাপী কর্মসূচির পালনের অংশ হিসাবে ৭৬টি কুরআন খতম, ৭৬টি বৃক্ষরোপন, অসহায়দের খাদ্য ও বস্ত্র বিতরন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী কয়রা সদরে এমপির বাবুর নিজ বাস ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এদিকে এমপি বাবুর সার্বিক সহযোগীতায় কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি অংশ হিসাবে ৭৬টি বৃক্ষ রোপন, পথশিশু ও দুস্তদের মাঝে খাদ্য বিরতন, দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার মতো মমতাময়ী নেত্রী পৃথিবীতে নেই।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন