খেলার মাঠে সিনিয়র-জুনিয়র নেই : সাকিব
বিপিএলের ৫ম আসরে গতকাল ঘটে গেল একটি বিরল ঘটনা। যদিও গতকালের মতো আজকে আর আলোচনায় নেই মাশরাফি আর শুভাশীষের সেই ঘটনা ।
এই ম্যাচে বাকবিতন্ডায় জড়িয়ে যান মাশরাফি-শুভাশীষ। তবে এই ব্যপারে দুই জন মিটমাট করে ফেলেন সেইদিনই। শুভাশীষ ‘সরি’ বলেন মাশরাফিকেও। আর আজকে সাংবাদিকদের এইসব বিষয়ে সাকিব মুখ খুলেন।
সাকিব বলেন ,‘খেলার মাঠে সিনিয়র-জুনিয়র কিছু নেই আর আছে বলেও আমার মনে হয় না। প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবে দেখাই ভালো। আর মাঠের টা মাঠে থাকাটাই ভালো। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছুই না। সেই হিসেব করলে বিরাট কোহলিও আমার জুনিয়র। কিন্তু খেলার মাঠে আমরা একজন অপরের প্রতিপক্ষ। ‘ এই বিষয়টি নিয়ে পরে অবশ্য ভিডিওতে আসেন তাসকিন।
ভিডিওতে প্রথমে তাসকিন বলেন, আজকে আমরা একটা মজার ম্যাচ জিতেছি। তার মধ্যে শুভাশিস ভাই একটা ইনসিডেন্ট ঘটিয়েছেন। যা আসলে খেলার মাঠে ভুল হয়ে গিয়েছিলো। সে বিষয়ে শুভাশিস ভাই কিছু বলতে চায়। পরে মাশরাফি বলেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আর ও (শুভাশিস) পুরোপুরি ঠিক আছি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন