খেলা চলাকালীন সময়ে যৌন হয়রানির অভিযোগে লঙ্কান ক্রিকেটার গ্রেপ্তার
যৌন হয়রানির অভিযোগে লঙ্কান ক্রিকেটার গ্রেপ্তার
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এক নারীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাতিলকা।
রোববার (৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাত একটার দিকে টিম হোটেল থেকে গুনাতিলকাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণসহ চারটি অভিযোগ আনার পর জামিন আবেদন নামঞ্জুর করে সিডনির একটি আদালত।
গত বুধবার (২ নভেম্বর) গুনাতিলকা এক ২৯ বছর বয়সী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ বলছে, ডেটিং অ্যাপে এক নারীর সাথে যোগাযোগের কিছুদিন পর তার সাথে দেখা করেন গুনাতিলকা। বুধবার সন্ধ্যায় রোজ বে’র একটি আবাসনে তাকে যৌন হয়রানি করেন তিনি।
এ খবর নিশ্চিত করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সিডনিতে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে দানুশকা গুনাতিলকাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইসিসি। সোমবার (৭ নভেম্বর) তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েন গুনাতিলকা। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় দলের সঙ্গেই রয়ে যান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন