খোকাসহ সাতজনের বিচার শুরু
মেয়র থাকাকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঢাকা ট্রেড সেন্টারে দোকান বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ অভিযোগ গঠন করেন।
খোকা ছাড়াও মামলার অভিযুক্তরা হলেন- ঢাকা সিটি কর্পোরেশনের সার্ভেয়ার মোতালেব হোসেন, ফারুক হোসেন, বাচ্চু মিয়া, কানুনগো মো. আলী, সম্পত্তি কর্মকর্তা শাহাবুদ্দিন সাবু ও মোহসীন উদ্দিন মোড়ল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঢাকা ট্রেড সেন্টারের বেজমেন্টে আসামিরা পরস্পরের যোগসাজশে নিয়মের বাইরে বেশকিছু দোকান বরাদ্দ দেন। পরে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০১৪ সালের ২৪ আগস্ট মামলা দায়ের করেন।
২০১৫ সালের ২২ সেপ্টেম্বর খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুল সালাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন