গণধর্ষণ রুখে দেওয়া মা-মেয়ের মাথা মুড়িয়ে ঘোরানো হলো গোটা গ্রাম!
গণধর্ষণ রুখে দিয়েছিলেন মা-মেয়ে। আর সেই ‘অপরাধে’ দুজনকে বেধড়ক মারধরের পর মাথা মুড়িয়ে ঘোরানো হলো গোটা গ্রাম।
গত বুধবার ভারতের বিহারের বৈশালী জেলায় ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ প্রতিদিন জানায়, মা-মেয়ের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য মহিলা কমিশন।
নির্যাতিত তরুণীর অভিযোগ, খুরশিদ নামে এক যুবক কয়েক মাস ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে। তবে সম্পর্কে রাজি হননি তিনি। তাই প্রতিশোধ নিতে বুধবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক ও তার সহযোগীরা।
ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন তরুণীর মা। ধর্ষণে বাধা দেন তিনি। আর তাতে ক্ষিপ্ত হয়ে মা-মেয়ের ওপর হামলা করে খুরশিদ ও তার সহযোগীরা। দুজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে।
এরপর বাড়ি ছেড়ে চলে যায় খুরশিদ। কিছুক্ষণের মধ্যেই একজন নাপিতকে সঙ্গে নিয়ে আবারও বাড়িতে ঢোকে ওই যুবকরা। ৫০ বছর বয়সী মা ও তার ২২ বছর বয়সী কন্যার মাথা মুড়িয়ে দেয় নাপিত। ওই অবস্থাতেই তাদের গোটা গ্রাম ঘোরানো হয়।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন মা-মেয়ে। নির্যাতিতারা মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে মা-মেয়ের মাথা মুড়িয়ে গোটা গ্রাম ঘোরানোর তীব্র প্রতিবাদ করেছে রাজ্য মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনার রিপোর্ট তলব করেছে সংস্থাটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন