গরিব পুরুষদের সিঙ্গেল থাকার সম্ভাবনা বেশি
গরিব পরিবার থেকে উঠে আসা পুরুষদের সিঙ্গেল থাকার সম্ভাবনা ধনী পরিবার থেকে উঠে আসা পুরুষদের চেয়ে বেশি। নতুন এক গবেষণায় এমন চিত্রই উঠে এসেছে।
গবেষণায় দেখা যায়, চল্লিশের শুরুতে সিঙ্গেল থাকা পুরুষদের বেশিরভাগই আর্থিকভাবে গরিব। সে বয়সে ধনী পরিবারের পুরুষদের চিত্র ভিন্ন।
দ্য ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ (আইএফএস) এর গবেষণায় আরও পাওয়া যায়, এই গ্রুপের পুরুষেরা কম আয় করে এবং নিম্ন আয়ের নারীদের বিয়ে করে।
এই প্রবণতা চলার ফলে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে দারিদ্র্য অব্যহত থাকে। এর ফলে সামাজিক গতিশীলতা আসে না।
আইএফএস ব্রিটেনে জরিপ চালিয়ে দেখেছে, গরিব পরিবার থেকে উঠে আসা চল্লিশের কাছাকাছি এক তৃতীয়াংশ যুবকই বর্তমানে সঙ্গীবিহীন আছে।
জরিপটি চলাকালে তারা ১৯৭০ এর দশকে জন্ম নেওয়া পুরুষদের তথ্য সংগ্রহ করেন। সেখানে দেখা যায়, উচু আয়ের পরিবারের পুরুষদের প্রতি সাতজনে একজন সঙ্গীবিহীন আছেন। অন্যদিকে দরিদ্র পরিবার থেকে উঠে আসা পুরুষদের প্রতি তিনজনে একজন সঙ্গীবিহীন।
জরিপে আরও বলা হয়, সুবিধাবঞ্চিত পরিবার থেকে উঠে আসা পুরুষদের বড় অংশ বিয়ে করতে পারে না। আবার যারা বিয়ে করেন তাদের মধ্যে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন