গর্ভবতী স্ত্রীর ছবি টুইট করে আলোচনায় ভারতীয় ক্রিকেটার

গর্ভবতী স্ত্রীর ছবি টুইটারে শেয়ার করে আলোড়ন ফেললেন ভারতের তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা। কেকেআরের জনপ্রিয় এই ক্রিকেটার স্ত্রী শীতলের ছবি শুধু যে পোস্ট করার জন্য করেছেন, এমনটা নয়। ছবিতে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি। উথাপ্পা চান, সব গর্ভবতী মহিলারা যেন সহজেই বাধা-বিপত্তি জয় করতে পারেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘স্ত্রী গর্ভবতী হওয়ার পর আরো বেশি করে ওর খেয়াল রাখতে হচ্ছে। শীতলকে নিয়ে আমি সত্যিই গর্বিত। আমি চাই গর্ভবতী মহিলাদের কথা মাথায় রেখে ও একটা বই লিখুক, যার বিষয়বস্তু হবে, ভয়কে জয় করার উপায়। মা হওয়ার আগে অনেকেই বিভিন্ন সমস্যা ও ভয়ের মধ্যে থাকেন। সেগুলির থেকে রেহাই পেতে ওই বই তাদের সাহায্য করবে।’’

প্রসঙ্গত, উথাপ্পা ও শীতলের বিয়ে হয় ২০১৬ সালে। প্রায় দেড় বছরের মাথায় বাবা হতে চলেছেন উথাপ্পা।