রোহিঙ্গা ইস্যুতে আমরা আর চুপ থাকতে পারি না : মালালা

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা দেখে আর চুপ থাকতে পারছেন না জানিয়ে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই।

এ ছাড়া রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জন্য আরেক নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সুচির প্রতি দাবি জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মালালা বলেন, লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। এ অবস্থায় আমরা আর চুপ থাকতে পারি না।

পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন। অক্সফোর্ড থেকে বিবিসির সঙ্গে নানা প্রসঙ্গে আলাপকালে রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্ত অবস্থান নেয়ার আবেদন জানান মালালা।

রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিয়ে নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, একটি দেশে বসবাসের অধিকার ও নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানানোর পর কী ঘটতে পারে, তা আমরা এক সেকেন্ডের জন্যও চিন্তা করতে পারব না।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের সঙ্কট মানবাধিকার ইস্যু হিসেবে বিবেচিত হওয়া উচিত। সরকারগুলোর এ বিষয়ে প্রতিক্রিয়া দেখানো উচিত। মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, শিকার হচ্ছে সহিংসতার।

রোহিঙ্গাদের ওপর সহিংসতার কারণে শিশুরা কী পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা তুলে ধরে মালালা বলেন, শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তারা মৌলিক অধিকারগুলোই পাচ্ছে না। সন্ত্রাস ও আশপাশে সহিংসতা বিদ্যমান এমন পরিস্থিতিতে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর।

এ পরিস্থিতির অবসানের কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং এ নিয়ে সোচ্চার হতে হবে। আমি আশা করি অং সান সুচিও এ ইস্যুতে একইভাবে সাড়া দেবেন।