গাইবান্ধায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী
গাইবান্ধায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রকল্পের আওতায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) সকালে ধর্ম মন্ত্রনালয়ের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর সহযোগিতায় সার্কিট হাউস কক্ষে আন্তঃধর্মীয় সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অলিউর রহমান।
ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়াও সংলাপে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রনালয়ের উপসচিব আবদুল্লাহ আল শাহীন, পুলিশ সুপার কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা পারভেজ, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা কালেক্টর মসজিদের ইমাম মুফতি জোবায়ের আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি রনজিৎ বখসি র্সূয সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদানরা।
সংলাপে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী, বিভিন্ন ধর্ম ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন