গাইবান্ধায় ফসল বাজারজাতকরণ এবং আর্থিক সেবার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
চুক্তিবদ্ধ ফসল ব্যবসায়ীদের ফসল বাজারজাতকরণ এবং আর্থিক সেবার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) গাইবান্ধা এসকেএস ইন রেডিও সারাবেলা হল রুমে মেকিং মার্কেটস ওর্য়াক ফর দি যমুনা, পদ্মা এন্ড তিস্তা চরস (এমফোরসি ফেজ-৩) প্রকল্প এসকেএস ফাউন্ডশন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: শাহ্ মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলার কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, কাজী ফামর্স গ্রুপের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, বগুড়ার মেসার্স কামাল মেশিন টুলস্-এর সত্বাধিকারী মো. কামাল মিয়া প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে ফসল সংগ্রহ পরবর্তী পরিচর্যা এবং ভালোমানের ফসল ক্রয়ে ব্যবসায়ীদের করনীয় বিষয়ক আলোচনা করেন এসকেএস ফাউন্ডশন এমফোরসি’র সিনিয়র ইন্টারভেনশন অফিসার চন্দ্রনাথ গুপ্ত, কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডশন এমফোরসি’র ইন্টারভেনশন স্পেশালিষ্ট কৃষিবিদ মো: হাফিজুর রহমান শেখ, এমফোরসি প্রকল্প সম্পর্কে ধারণা ও চরা লের উচ্চ মূল্যের উৎপাদিত ফসলের পরিমাণ, গুণগতমান ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন সুইসকন্টাক্ট বাংলাদেশ এমফোরসি’র প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সিনিয়র কনসালটেন্ট অভিজিৎ কুমার রায়।
কর্মশালায় এগ্রো প্রসেসিং কোম্পানী সিপি বাংলাদেশ, কাজী ফামর্স, কামলা ইঞ্জিনিয়ারিং ওর্য়াকসপ, স্কয়ার, প্রাণ, ব্যবসায়ী, এসকেএস ফাউন্ডশন মাইক্রোফাইন্যান্স, কর্মাসিয়াল ব্যাংক, উইগ্রো, আইফার্মার-এর প্রতিনিধিরা এবং সকল টিওএস ও প্রকল্প স্টাফরা অংশ গ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন