গাইবান্ধায় ব্যতিক্রমধর্মী প্রতীকী মানববন্ধন
অপরিকল্পিত লকডাউনে জনগণের জীবন-জীবিকা ধ্বংসের পাঁয়তারা বন্ধ, সর্বস্তরের জনগণের ভ্যাক্সিন নিশ্চিত করা, শ্রমজীবি-নিম্নবিত্তদের জন্য রেশনিং সিস্টেম চালু করা, ঈদের আগে সকল শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা, মোট বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় এক ব্যতিক্রমধর্মী প্রতিকী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের আয়োজনে শহরের গানাসাস মার্কেট এলাকায় এ প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতীকী মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য ও গাইবান্ধা জেলা সংসদের সহ-সভাপতি তাহমীদ চৌধুরী, জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, সাংগঠনিক সম্পাদক আবির হাসান জীবন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মৌসুমী খাতুন, ছাত্র ইউনিয়ন নেতা জাকির হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন