গাইবান্ধায় ব্যতিক্রমধর্মী প্রতীকী মানববন্ধন

অপরিকল্পিত লকডাউনে জনগণের জীবন-জীবিকা ধ্বংসের পাঁয়তারা বন্ধ, সর্বস্তরের জনগণের ভ্যাক্সিন নিশ্চিত করা, শ্রমজীবি-নিম্নবিত্তদের জন্য রেশনিং সিস্টেম চালু করা, ঈদের আগে সকল শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা, মোট বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় এক ব্যতিক্রমধর্মী প্রতিকী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের আয়োজনে শহরের গানাসাস মার্কেট এলাকায় এ প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতীকী মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য ও গাইবান্ধা জেলা সংসদের সহ-সভাপতি তাহমীদ চৌধুরী, জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, সাংগঠনিক সম্পাদক আবির হাসান জীবন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মৌসুমী খাতুন, ছাত্র ইউনিয়ন নেতা জাকির হোসেন প্রমুখ।