গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে কোরআন তেলায়াত, কেক কর্তন ও আলোচনা।
মঙ্গলবার (৬ই জুন) বেলা ১১টায় উপজেলা প্রতিনিধি কার্যালয়ে এ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোপাল মোহন্ত এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক যায়যায়দিন পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবিএস লিটনের আয়োজনে ও মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সদস্য ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, আওয়ামী লীগ নেতা শাহ আলম সরকার, গাইবান্ধা পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মাহমুদুল হাসান, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা, গোবিন্দগঞ্জ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক হামিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠ ও করতোয়া পত্রিকার প্রতিনিধি মনজুর হাবীব মনজু, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক মানিক সাহা, ছন্দ সঙ্গীত নিকেতনের পরিচালক ফারুক হোসেন ছন্দ,আওয়ামীল নেতা মাওলানা আব্দুল আউয়াল।
বক্তারা বলেন, পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘদিন যাবত দেশের মানুষের ও উন্নয়নের তুলে ধরছে। তারা সকলে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এরপর উপজেলা প্রতিনিধি এবিএস লিটন অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশেষ সংখ্যা তুলে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন