গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একাধিক কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

বুধবার (২ নভেম্বর) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর, জীবনপুরসহ কয়েকটি কাঠ কয়লা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা এসব কয়লা তৈরির কারখানায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। জনবসতি এলাকা ও ফসলি জমি নষ্ট করে এসব চুল্লি স্থাপন করা হয়েছে। লাল মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে কয়েকশ’ মণ কাঠ।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জানান, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারণে পরিবেশ দুষণসহ নানা ধরণের রোগীব্যাধি ছড়িয়ে পড়ায় স্থানীয় জনগণের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো কারখানা এ অভিযান চালানো হবে।

পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন জানান, স্থানীয় মানুষের দাবীর প্রেক্ষিতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর এই ধরণের কারখানার বিরুদ্ধে অভিযান অব্যহত রাখা হবে।