গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলহত্যা দিবসে ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন

৩রা নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস ইতিহাসে কলঙ্কময় একটি দিন। জেলহত্যা দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানের প্রতিকৃতিতে প্রথমে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন,উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট,সহকারী অধ্যাপক আবু তাহেরসহ উপজেলা পৌর কমিটির আওয়ামীলীগ, যুবলীগ ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।