গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/Screenshot_20230827_1815192.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আসফিয়া খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাকুড়িভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসফিয়া গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আনিছার রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসফিয়া তার এক আত্মীয়র বাড়ি যাওয়ার সময় পরিবারের সদস্যদের অগোচরে পাকুড়িভিটা নামক স্থানে রাস্তা পারাপারের জন্য দৌড় দেয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন