গাইবান্ধার পলশবাড়ীতে আইএফআইসি ব্যাংকের ১৭০তম শাখার উদ্বোধন
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের উপজেলা রোডে আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর ১৭০তম শাখার আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের খোশ মোহাম্মদ ট্রেড সেন্টার নামীয় ভবনের দ্বিতীয়তলায় ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। আইএফআইসি ব্যাংক লিমিটেড’র প্রধান কার্যালয়ের ডিএমডি গীতাঙ্ক দেবদীপ দত্তের সভাপতিত্বে লাল ফিতে কেটে শাখার শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার সাংসদ বাংলাদশ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এসময় বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান। স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মো. সাজিদ রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানটির স ালনায় ছিলেন আইএফআইসি ব্যাংক বগুড়া শাখা ব্যবস্থাপক মো. তাজমিলুর রহমান। এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ি, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজননৈতিকসহ বিভিন্ন পেশাজীবী এসময় উপস্থিত ছিলেন।
শেষে ব্যাংকের ব্যবসায়িক সাফল্য-অগ্রগতি ছাড়াও দেশ-জাতির উন্নতিসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দো’আ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন