গাইবান্ধার পলাশবাড়ীতে ইঁদুর নিধন অভিযান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত
‘ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ইঁদুর নিধন অভিযান-২০২৩ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে একটি বিশাল র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-০৩ আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মেল কুলসুম স্মৃতি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম ও উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. আশিকা জাহান তৈশী। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন