গাইবান্ধার পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি এবং মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরজুমান আরা গোলেনুর।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব আবু তালেব সরকার তারা, পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদেশের ন্যায় পলাশবাড়ীতেও দিবস দু’টি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন