গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষনা

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬২ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
রোববার (২৫ জুন) পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারি প্রকৌশলী মো. মর্তুজা এলাহী পৌরসভার বাজেট সমূহের বিস্তারিত উপস্থাপন করেন। এসময় পৌর প্যানেল মেয়র-৩ মোছা. শাহীনুর বেগম, পৌর কাউন্সিল’র মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন, আজাদুল ইসলাম মন্ডল, মোছা. জান্নাত আরা শিরিন, মোছা. সাজেদা বেগম, পলাশবাড়ী ফুটবল কোচিং একামেডীর সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















