নওগাঁ জেলার পোরশা সীমান্তে ভারতীয় ৩ টি গরু আটক
নওগাঁর পোরশা সীমান্তে ১৬ বিজিবি’র বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৩ টি গরু আটক করেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় গরুগুলি আটক করা হয়।
১৬ বিজিবি’র অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি’জি জানান, আরআইবি সদস্যের তথ্যের ভিত্তিতে নীতপুর বিওপির জেসিও-৮৭৭১ সুবেদার আলমগীর হোসেন এর নেতৃত্বে বিওপি হতে আনুমানিক ৪ কিঃ মিঃ উত্তর পশ্চিম কোণে এবং সীমান্ত পিলার ২৩১/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইব্রাহিমের ভাটা নামক স্থানে (জিআর-৪৩২৮১৫ এমএস ৭৮সি/৮) এ্যাম্বুশ করা হয়।
এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ৩ জন চোরাকারবারী তাদের নিকট থাকা ভারতীয় গরুগুলি ছেড়ে দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ওই স্থান হতে ভারতীয় ৩টি গরু ক্যাম্পে নিয়ে আসে। যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ২৫ হাজার টাকা। আটককৃত ভারতীয় গরুগুলি নজিপুর কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন