গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষক মাঠ দিবস পালন
গাইবান্ধার পলাশবাড়ীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের উদয়সাগর মুন্সিপাড়া তেল জাতীয় ফসল উৎপাদন কৃষক দল প্রযুক্তি গ্রামের আয়োজনে এবং পলাশবাড়ী কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মাঠ দিবসে সরিষা চাষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা কাওসার মিশুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বেলাল উদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার রেজাউল করিম, জেলা বীজ প্রত্যায়ন অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন-অর-রশিদ ও আশিকা জাহান তৈশী, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন ও জহুরুল হক প্রধান প্রমুখ ছাড়াও উদয়সাগর মুন্সিপাড়া তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান শাহীন ও কোষাধ্যক্ষ শামীম আহম্মেদসহ অন্যান্য কৃষকরা। এসময় উদয়সাগর গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন