গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় এমপির সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230114_203304-864x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের জিরোপয়েন্ট চৌমাথা মোড়সহ স্থানীয় ছাড়াও ঘুর্ণায়মান বহিরাগত বহিরাগত অন্ধ, বিকালঙ্গ, প্রতিবন্ধী, পাগল-মস্তিষ্কবিকৃত, হাবা-গোবা, ভবঘুরে, অবহেলিত-অসহায়-অভিভাবকহীন ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
প্রথম দফায় শনিবার (১৪ জানুয়ারি) দিনভর ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী এলাকার সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির সার্বিক সহযোগিতায় তাঁর পক্ষে শীতবস্ত্র সমূহ করেন উপজেলা আ’লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক জিএস ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার নিয়মিত ফুটবলাররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য; পৌরশহরের যত্রতত্র ভবঘুরেদের মাঝে এ রিপোর্ট লেখা পর্যন্ত শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন