গাইবান্ধার ফুলছড়িতে অটোরিকশার ধাক্কায় ৮ বছরের শিশু নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/ইজিবাইক-চাপায়-মৃত্যু-নিহত.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধার ফুলছড়ির বোচার বাজার এলাকায় অটোর ধাক্কায় ১ শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাদিয়া (৮)। সে জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদ এর পুত্র।
ঘটনার বিবরনে জানাযায়, উক্ত শিশু তার পিতা-মাতার সাথে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি হতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় নানার বাড়িতে মামার বিয়ে খাওয়ার জন্য আসে। সকালে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পিছন থেকে একটি ব্যাটারী চালিত ওটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এসময় সে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উদাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এখবর লেখা পর্যন্ত উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন