গাইবান্ধার ফুলছড়িতে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর
আসন্ন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনাটি ঘটে।
দায়িত্বে থাকা কয়েকজন কর্মী জানান, আমরা সকালে অফিসে আসলে দেখতে পাই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ আমাদের নির্বাচনী অফিসে থাকা পোষ্টার, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে এবং এলোমেলো অবস্থায় সব কিছু পরে আছে। তবে কারা ভাঙচুর করেছে এবিষয়ে আমরা কিছুই জানিনা।
এ বিষয়ে উদাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতার আলী সরকার বলেন, নৌকা মার্কার জয় সুনিশ্চিত জেনে বিপক্ষ যে কোন দল রাতের আঁধারে এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা মনে করছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন