গাইবান্ধায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ প্রায় ছয় বছর পর গাইবান্ধা জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ ষ্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ সেন এমপি সম্মেলনের উদ্বোধন করেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি এড. শামসুল আলম হিরু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)।
এসময় তিনি বলেন, বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে।
সরকার বিদায়ের সাইরেন বেজে গেছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “গত ১৪ বছর ধরেই বিএনপি মহাসচিবের কানে সরকার বিদায়ের সাইরেন বাজছে, জনগণের কানে নয়।”
শেখ হাসিনার উন্নয়ন-অর্জন দেশের জনগণ ঠিকই দেখতে পায় উল্লেখ করে তিনি আরো বলেন, “বিএনপি নেতারা চোখে কালো চশমা পড়ে থাকে বলে তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়, এজন্যই বিএনপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো উন্নয়ন-অর্জন দেখতে পায় না।”
এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সমন্বয়ক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।
এছাড়া সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন