গাইবান্ধায় দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে এ উপলক্ষে স্বাধীনতা মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, পৌর প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, অধ্যাপক জহুরুল কাইয়ুম, মাওলানা জোবায়ের আহমেদ, জেলা রোভার সম্পাদক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল প্রমুখ।
দু’দিনব্যাপী মেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ডিজিটাল বাংলাদেশের অর্জন শীর্ষক আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী কার্যক্রমের পাওয়ার পয়েন্ট প্রদর্শন, তরুণ উদ্ভাবকদের ইনোভেশন আইডিয়া উপস্থাপন, চতুর্থ শিল্প বিপ্লব/২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ সম্পর্কে প্রবন্ধ/উপস্থাপনা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি ৮৪ প্রতিষ্ঠানের ৭০টি স্টল স্থাপন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন