গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/PG6k1wxr8mGFBA_D5TEiugBvHlMLjR0L1L4M2e2eSi2gFi9JqCMnkB-f9yAd2pRy69NPxTb7hK_GxfWqV0yX5U3BKMfJX3gw1024-h560-p-rw-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধায় চোর ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের টোনগাঁও গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে (ইউপি) চেয়ারম্যান সোয়েব মোঃ রাসেল জানান, ওই গ্রামের আব্দুল আজিজ মিয়া একজন ইজিবাইক চালক। তার বাইকটি যেন চুরি করতে না পারে এজন্য রাতের বেলায় বিদ্যুতের খোলা তারে সংযোগ দিয়ে রাখতেন তিনি। কিন্তু এ তারে তারই শিশু রাসেল মিয়া বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন