গাইবান্ধায় ব্র্যাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় রাকিবুল হাসান (৩২) নামে ব্র্যাক অফিসে কর্মরত এক মাঠ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ (পাঁচজুমা) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাকিবুল হাসান নাটোরের বাঘাবাড়ী গ্রামের বোদি উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ চার বছর যাবৎ চাপাদহ (পাঁচজুমা) ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, চাপাদহ এলাকায় ভাড়া বাসায় পরিবার ছাড়াই থাকতেন রাকিবুল হাসান। প্রতিদিন সকালে তিনি বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে যান। আজ সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে বাড়ির মালিকের ছেলে তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় বাড়ির মালিকের। পরে দরজার আঁড়াল থেকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় রাকিবুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন