পার্বতীপুরে হিজড়া সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মাঝে ‘ডোনেশনের’ পক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার ৪২জন তৃতীয় লিঙ্গ (হিজড়া)’র মাঝে খাদ্য ও নগদ অর্থ ৩০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়। রবিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, লবন, আলু ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবীদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মোঃ আমজাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইয়ংস্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন ও মানবাধিকার কর্মী মোঃ মাহতাব লিটন।

এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন বলেন, দেশের বিজ্ঞাপন নির্মাতা ও বাচিক শিল্পী সৈয়দ আপন আহসানের “ডোনেশনের” পক্ষে চাল, ডাল, তেল, লবন এবং নগদ ৩০০ টাকা করে ৪২জন হিজড়াকে প্রদান করা হয়েছে।